-
আহমাদ শফিক বাহজাত "আইটেম সংখ্যা : 1"
বর্ণনা :আহমাদ শফিক বাহজাত, ১৯৩২ সালের নভেম্বরের ১৫ তারিখ, কায়রোতে তার জন্ম। বিবাহিত, দু’ পুত্র সন্তানের জনক। কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে গ্রাজুয়েট। নিয়মিত পত্রিকায় তিনি লিখেন। ‘আখবারুল ইয়াওম’ পত্রিকায় ১৯৫৫ সালে সাংবাদিক হিসেবে কাজ করেছেন, ১৯৫৭ সালে ‘সাবাহুল খায়ের’ পত্রিকায়, ১৯৫৮ সালে আল-আহরাম পত্রিকা। ১৯৭৬ সালে রেডিও টেলিভিশন পত্রিকার প্রধান, ১৯৮২ সালে উপ-প্রধান হিসেবে কাজ করেছেন। সাংবাদিক সমিতির সদস্য, ২০শের অধিক তার ধর্মীয় ও সাহিত্যিক গ্রন্থ রয়েছে। যেমন, স্বামীর ডায়েরী, রোযাদারের ডায়েরী, আল্লাহর নবীগণ, আহসানাল কাসাস, আত-তারীক ইলাল্লাহ, কামীসে ইউসুফ। প্রতিদিন রেডিওতে ‘শুধু দুটো কথা’ শিরোনামে তার একটি অনুষ্ঠান রয়েছে।