-
মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন মু‘আইযির "আইটেম সংখ্যা : 34"
বর্ণনা :মুহাম্মাদ ইবন আবদুল্লাহ ইবন মু‘আইযির আল-আয়েযী, ইয়ামামার বাসিন্দা। ১৩৫৭ হিজরীতে খারজ এর জন্মগ্রহণ করেন। দুই বছর বয়সে বসন্তে তিনি তার চক্ষু হারান। পিতার তত্ত্বাবধানে বেড়ে উঠেন, ছোট বয়সেই কুরআন হেফয করেন, তারপর রিয়দে জ্ঞান অর্জনের জন্য যান এবং সেখানকার আলেম ও বিচারকদের কাছে জ্ঞান অর্জন করেন। তন্মধ্যে শাইখ মুহাম্মাদ ইবন ইবরাহীম, তার ভাই শাইখ আবদুল লতিফ ইবন ইবরাহীম আলে শাইখ। তাদের কাছে উসুল ও শাখাজনিত শরীয়ত ও ভাষা সংক্রান্ত বিষয়াদির জ্ঞান অর্জন করেন। রিয়াদস্থ মা‘হাদে ইলমী খোলার পর তিনি সেখানে ভর্তি হন, তারপর সেখানকার শরীয়াহ অনুষদে ভর্তি হন। ১৩৮১ হি. তে তা থেকে গ্রাজুয়েশন লাভ করেন, তারপর তিনি ১৩৮২ সালে আল-হুরাইকের বিচারপতি নিয়োগ প্রাপ্ত হন। তারপর ছাদেক এর বিচারপতি হন। ১৪০১ হিজরীতে তিনি হুতাতে বনী তামীমের কাজী হন। সেখানে ১৪১০ পর্যন্ত অবস্থান করেন। তারপর রিয়াদে দ্রুত বিচার আদালতের বিচারক নিয়োগপ্রাপ্ত হন। তারপর হুতাতে সুদাইরে স্থানান্তরিত হোন। ১৪১৫ হিজরীতে বাদশার পক্ষ থেকে মক্কার সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগপ্রাপ্ত হন।