-
হুমায়রা বানু "আইটেম সংখ্যা : 1"
বর্ণনা :তিনি বাংলা ভাষার একজন লেখিকা, সহীহ আকীদার দাওয়াতের ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। তার বেশ কিছু গ্রন্থ রয়েছে, বিশেষকরে তার লেখা শিশুতোষ গ্রন্থসমূহের বেশ জনপ্রিয়তা রয়েছে। তিনি নিয়মিত মহিলাদের মধ্যে দাওয়াতের কাজ করেন। আর সহীহ আকীদার গ্রন্থসমূহকে সাবলীলভাবে পেশ করেন। তার গ্রন্থসমূহের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আবু বকর ও উমরের জীবনী, তিনটি মৌলিক জ্ঞান ইত্যাদি
Follow us: