শায়খ বকর বিন আব্দুল্লাহ আবু যায়েদ এর জীবনী থেকে শিক্ষা: চৌদ্দশত উনত্রিশ হিজরীর মুহাররম মাসের আঠাশ তারিখ জোহরের সময় উম্মতে ইসলামিয়া হারিয়ে ফেলল বহু গ্রন্থ প্রণেতা, প্রখ্যাত আলেমেদীন, বকর বিন আব্দুল্লাহ আবু যায়েদকে। এ বক্তৃতায় শায়খের জীবনীর কিছু দিক আলোচিত হয়েছে।
Follow us: