-
মু. সাইফুল ইসলাম "আইটেম সংখ্যা : 9"
বর্ণনা :মু. সাইফুল ইসলাম, পিতা আব্দুল গণি। ১৯৮১ সালে বাংলাদেশের নেত্রকোণা জেলায় তার জন্ম হয়। তিনি বাংলা ভাষার একজন নবীন লেখক। তার একাধিক গ্রন্থ ও প্রবন্ধের অনুবাদ এবং সংকলন রয়েছে। মাদরাসা শিক্ষা ব্যবস্থায় সবোর্চ্চ ডিগ্রী অর্জন করেন। অতঃপর ‘ইসলামী আইন’ বিষয়ে বিশেষ কোর্স সম্পন্ন করেন এবং ডিপ্লোমা ইন কম্পিউটার সাইন্স কোর্সটিতেও প্রথম বিভাগ পেয়ে উত্তীর্ণ হন। বর্তমানে জামিয়া সাঈদিয়া কারীমিয়া, ঢাকা, বাংলাদেশ-এর সিনিয়র শিক্ষক ও কম্পিউটার বিজ্ঞান বিভাগে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Follow us: