ড. সুলাইমান উসমানী কসোভোর প্রখ্যাত আলেমদের একজন। তিনি কসোভোর জিলান শহরের কেন্দ্রিয় মসজিদের ইমাম ও খতীব। মদীনা মুনাওরার কুল্লিয়াতুল হাদীস থেকে ডিগ্রীপ্রাপ্ত। লেবানন বিশ্ব বিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষায় ডিগ্রীপ্রাপ্ত। লেবাননে তিনিই প্রথম হাদীস বিষয়ে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন।
নাম ও জন্ম: তিনি হলেন আবদুল আযীয বিন ওয়ালিউল্লাহ বিন আব্দুররহীম আল উমরী আদ-দেহলভী। ১১৯৫ হিজরী সনের রমজান মাসের পাচ দিন বাকী থাকতে জন্ম গ্রহণ করেন। তিনি অনেক গ্রন্থাদি সংকলন করেন। এর মধ্যে প্রসিদ্ধ হল আল কুরআনের তাফসীর যা ফাতহুল আযীয নামে পরিচিত। ভারতের স্বাধীনতা সংগ্রামে তার জীবনের অধিকাংশ সময় ব্যয় হয়েছে। তার সংকলনের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল : আল ফাতাওয়া ফি আল মাসায়েল আল মুশকিলাহ। আরেকটি গ্রন্থ হল : তুহফা ইসনা আশারিয়া ফিল কালাম আলা মুজহাবিশ শিয়া। আরেকটি গ্রন্থ হল বুসতানুল মুহাদ্দিসীন।
নাম: মুহাম্মাদ বিন আব্দুল ওহাব বিন মুহাম্মাদ আল আকীল। জন্ম তারিখ : ১৩৮০ হিজরি। জন্ম স্থান : আল কারিয়াত, সৌদী আরব। আবাস: মদীনা মুনাওরাহ। শিক্ষা: ১৪০২ হিজরী সনে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুল্লিয়াতুশ শরইয়্যাহ থেকে লেসান্স পাশ করেন। ১৪০৭ হিজরীতে মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুল্লিয়াতুদ্দাওয়াহ ও উসূলুদ্দীন থেকে মাষ্টার্স ডিগ্রী লাভ করেন। এরপর ১৪১৩ হিজরীতে একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। তার থিসিস ছিল আকীদা প্রতিষ্ঠায় ইমাম শাফেয়ীর আদর্শ।
তিনি মুহাম্মদ ইবনে ইবরাহীম ইবনে আলী ইবনে আল মুরতাজা আল ওয়াযীর, ইয়ামেনী সানআনী. তিনি ইবনুল ওয়াযীর নামে পরিচিত. তিনি হাসান ইবনে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু আনহুর বংশউদ্ভূত। তিনি ৭৭৫ হি. সালে রজব মাসে জন্মগ্রণ করেন। শাউকানী, সাখাবী ও হাফেজ ইবনে হাজার আল আসকালানী তার প্রশংসা করেছেন। তিনি ৮৪০ হিজরীতে ইন্তেকাল করেন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিল ৬৪ বছর।