ইরফান সালেহ: কসোভো এর প্রখ্যাত আলেম। জর্দানস্থ জর্দান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েট ডিগ্রি লাভ করেন। তিনি তাঁর বক্তৃতা, ভাষণ ইত্যাদির মাধ্যমে লোকদেরকে আল্লাহর পথে দাওয়াত প্রদান করে ব্যাপক আলোচিত হন। তিনি কসোভোর ব্রিয্রন শহরে এক মসজিদের ইমাম। তিনি বেশ কিছু কিতাবের অনুবাদ করেছেন। আবার অনেক গ্রন্থের সম্পাদনাও করেছেন। তিনি টিভি অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, বিশেষ করে আলবেনিয় ভাষায় প্রচারিত “আস-সালাম” চ্যানেলে।
ইসমাইল আবু বকর : একজন লেখক ও ইসলামী অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ। দক্ষিণ থাইল্যান্ডের পাতানীতে অবস্থিত আল আমীর বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতিত দেরাসাত আল ইসলামীয়ার শিক্ষা সচিব।