প্রকৃত নিঃস্ব কে?

বর্ণনা

আমরা অনেকেই মনে করি যে, যার অর্থ-সম্পদ, যশ-খ্যাতি ইত্যাদি নেই সে-ই প্রকৃতপক্ষে নিঃস্ব অথচ হাদীসের ভাষ্য অনুযায়ী উম্মতের মধ্যে সে-ই প্রকৃত নিঃস্ব যে ব্যক্তি কিয়ামতের দিন সালাত, সিয়াম, যাকাত ইত্যাদি নিয়ে উপস্থিত হবে অথচ তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। উক্ত পোস্টারটিতে এ হাদীসটি-ই আলোচনা করা হয়েছে।

Download
এ পেইজ এর দায়িত্বশীলের কাছে টীকা লিখুন

বিষয়ভিত্তিক ক্যাটাগরি: