-
শামেলা লাইব্রেরি (মাক্তাবাতুশ শামেলা) ওয়েবসাইট www.shamela.ws "আইটেম সংখ্যা : 1"
বর্ণনা :http://www.shamela.ws : এটি শামেলা লাইব্রেরি (মাক্তাবাতুশ শামেলা) প্রোগ্রামের অফিসিয়াল ওয়েবসাইট। এটি একটি ফ্রি প্রোগ্রাম, বর্তমানে শুধুমাত্র উইন্ডোজ অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রোগ্রামটি বিভিন্ন প্রকার টেক্সট ফাইল গ্রহণ করে এবং একই প্লাটফর্মে সাজিয়ে রাখে। এতে রয়েছে এ-সব টেক্সট ফাইলগুলোর সব বা অংশবিশেষে খোঁজার সু-ব্যবস্থা। তা-ছাড়া প্রোগ্রামটির ওয়েবসাইট শরী‘আত ও তার সাথে সংশ্লিষ্ট জ্ঞানের বহু কিতাব বা গ্রন্থ সমৃদ্ধ।