-
শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক পরামর্শপ্রদান সেন্টার, ‘তাদাব্বুর’ tadabbor.com "আইটেম সংখ্যা : 16"
বর্ণনা :এটি একটি ইলমী প্রতিষ্ঠান, যার উদ্দেশ্য মুসলিমদের মাঝে চিন্তা-গবেষণা করার নিয়ম পদ্ধতি প্রচার ও পুনর্জীবিতকরণ এবং কুরআনুল কারীমের সাথে উম্মতকে তেলাওয়াত, চিন্তা-গবেষণা ও আমলের দিক দিয়ে একীভূত করাও এর অন্যতম উদ্দেশ্য। তাছাড়া এর উদ্দেশ্য হচ্ছে, মানুষ যেন কুরআনকে তাদের যাবতীয় কর্মকাণ্ডে জীবন-বিধান হিসেবে গ্রহণ করে ও তাদের বাস্তব জীবনের সেটার বাস্তবায়ণ করে। অনুরূপভাবে কুরআন নিয়ে চিন্তা, গবেষণা ও তার ডাকে সাড়া দেওয়া।