ইবনু দাহিয়্যাহ আল কালবী: তিনি হলেন উমার বিন হাসান ইবনে দাহিয়্যা আল কালবী। তিনি ৫৪৪ সালে জন্ম গ্রহণ করেন। মতান্তরে ৫৪৭ সালে তার জন্ম। তিনি ছিলেন বিদআত বিরোধী একজন সুন্নী ব্যক্তিত্ব। তার গ্রন্থাদির মধ্যে আছে বিদআতু মাওলিদীন্নবী, বিদয়া শাহরি রজব ইত্যাদি।
আব্দুর রহমান বিন হামূদ আস সুমাইত: একজন কুয়তী আলেম ও দাওয়াত-কর্মী। তিনি আফ্রিকার মুসলিমদের সাহায্যে নিবেদিত কুয়েত ভিত্তিক সংগঠন আল আওনুল মুবাশির সংস্থার প্রতিষ্ঠাতা। এ সংস্থাটি আফ্রিকার ছয় মিলিয়ন মানুষের মাঝে ইসলাম প্রচার করেছে। আফ্রিকা মহাদেশে বাইশ বছর যাবত সংস্থাটি কাজ করছে। শায়খের জীবনী : ড. আব্দুর রহমান হামূদ আস সুমাইত ১৯৪৭ সালে জন্ম গ্রহণ করেন। তিনি শিশু কাল থেকেই মানব সেবায় আত্ননিয়োগ করেন। উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় তিনি নিজেদের সাথীদের মধ্যে টাকা জমা করে তা দিয়ে একটি গাড়ী কিনেন। তাদের মধ্য থেকে একজন গাড়ী চালাতেন। তারা বিনা পয়সার মানুষের মালামাল পরিবহন করে দিতেন। বাগদাদ বিশ্ব বিদ্যালয় থেকে চিকিৎসা ও সার্জারিতে অনার্স ডিগ্রী অর্জন করেন। বিশ্ব বিদ্যালয়ে থাকা অবস্থায় তিনি বিভিন্ন দান সংগ্রহ করে, নিজের বৃত্তির পয়সা দিয়ে বই-পত্র কিনে বিভিন্ন মসজিদে বিতরণ করতেন। আর নিজে খুব মিতব্যায়ীতার সাথে জীবন যাপন করতেন। ১৯৭৪ সালে তিনি আমেরিকার লিভারপুল বিশ্ববিদ্যালয় থেকে পেট ও পাকস্থলীর রোগ সম্পর্কে ডিপ্লোমা অর্জন করেন। তিনি সেখানেও প্রত্যেক মুসলিম ছাত্রের কাছ থেকে মাসিক এক ডলার করে আদায় করতেন। তা দিয়ে তিনি দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার মানুষদের জন্য বই-পত্র কিনে পাঠাতেন। কৃতিময় কর্ম জীবন : তিনি আস সাবাহ হাসপাতালে ১৯৮০ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত কাজ করেন। তখন তিনি শল্য বিদ্যা, পেটের ক্যানসার বিষয়ে বেশ লেখালেখি করেন। ১৯৭৬ সালে তিনি আমেরিকা ও কানাডার মুসলিম ডাক্তারদের নিয়ে একটি সংস্থা গঠন করেন। এমনিভাবে তিনি ১৯৮৪-৮৬ সালে মন্টারিয়ালে মুসলিম ছাত্র সংস্থা, মালাবী মুসলিম সংস্থা ও কুয়েত জয়েন্ট রিলিফ কমিটি (১৯৮৬ সালে)প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন। তিনি তার কাজের স্বীকৃতি হিসাবে বহু পুরস্কার লাভ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল, বাদশা ফয়সল পুরস্কার। যার মুল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার সৌদী রিয়াল।
আগে ছিল আফ্রিকান মুসলিম সংস্থা। পরে এর নাম পরিবর্তন করে রাখা হল ডাইরেক্ট এইড বা আলআওনুল মুবাশির। এ পরিবর্তন করা হয়েছে ১৭/৫/১৯৯৯ ইং তারিখে। এ পরিবর্তনের উদ্দেশ্য হল, এর কাজের বিস্তৃতি বৃদ্ধি করা। এ সংস্থার কর্মসূচী হল, সামাজিক উন্নয়ন, স্বাস্থ, এতিম প্রতিপালন, দুর্গত মানুষদের জন্য ত্রাণ বিতরণ ইত্যাদি। এর ওয়েবসাইট হল : http://direct-aid.org
আহমাদ নসীব আল মুহামীদ: তিনি হলেন শায়খ আহমাদ বিন মুহাম্মাদ সায়ীদ বিন হাসান আল আলী আল মুহামীদ। তিনি সৌদী আরবের হুরান অঞ্চলের প্রসিদ্ধ পরিবারে জন্ম। ১৩২০ হিজরী সনে জন্ম।