শাহ ওয়ালীউল্লাহ আদ-দেহলভী: তিনি যুগ সংস্কারক। তিনি হলেন: শাহ ওয়ালীউল্লাহ আহমাদ বিন আব্দুররহীম আল মুহাদ্দিসে দেহলভী। ভারতের দিল্লীতে জন্ম গ্রহণ করেন ১১১৪ হিজরির শাওয়াল মাসের ১৪ তারিখ মোতাবেক ২-৩-১৭০৩ তারিখে। তার অনেক গ্রন্থাবলি রয়েছে : ১- হুজ্জতিল্লাহিল বালেগা ফি আসরারিল হাদীস ওয়া হুকমুত তাশরী ২-আল ইনসাফ ফি বয়ানে সবাবিল ইখতেলাফ ৩-ইযালাতুল খেফা আন খেলাফাতিল খুলাফা ৪-ফতহুর রহমান ফি তরজুমাতিল কুরআন তিনি ১১৭৬ হিজরির মুহাররাম মাসের ২৬ তারিখ মোতাবেক ১৭৬২ ইং সনের ১৭ আগস্ট মৃত্যু বরণ করেন।
তিনি রিয়াদস্থ আল-ইমাম মুহাম্মাদ ইবন সাউদ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। সেখান থেকে ১৪০২ হিজরীতে অনার্স করেন। তারপর উক্ত বিশ্ববিদ্যালয় থেকেই ১৪০৭ সালে মাস্টার্স এবং ১৪১৩ সালে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। সে সময়ে তিনি আল-ইমাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি রিয়াদস্থ বাদশা সৌদ বিশ্ববিদ্যালয়ে চাকুরী শুরু করেন। ১৪১৬ সালে তিনি অবসর গ্রহণ করেন।