তিনি ‘বৈধ ও অবৈধের মানদণ্ডে পবিত্র মক্কার বিভিন্ন স্থানসমূহের সম্মাননা’ গ্রন্থের লেখক। তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের আকীদা বিভাগের প্রফেসর। দাওয়াতের ক্ষেত্রে তার বেশ কিছু অবদান রয়েছে। তার ব্যক্তিগত ই-মেইল নং হচ্ছে: [email protected]
সাইয়েদ মুহাম্মাদ নূহ: তিনি মিশরের কাফার আশ শায়খ জেলায় জন্ম গ্রহণ করেন ১৩৬৫ হিজরীর ২৩ জমাদিউল উলা তারিখে। তিনি আট বছর বয়সে আল কুরআন হিফজ করেন। ১৯৭১ইং সালে আল আযহার বিশ্ববিদ্যালয় থেকে তিনি কুল্লিয়াতু উসূলিদ্দীনে ডিগ্রী অর্জন করেন। ১৯৮৩ ইং সালে মাস্টার্স শেষ করেন। ১৯৮৬ ইং সালে তিনি ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। হাদীস শাস্ত্র, ইসলামী দর্শনের উপর তার অনেকগুলো গ্রন্থ রয়েছে। তিনি ১৪২৮ হিজরীর ১৬ রজব মৃত্যু বরণ করেন।