হামাদ বিন আলী বিন আতীক বিন রাশেদ বিন হামীজাহ। জন্ম: আয যুলফাতে ১২২৭ হিজরী সনে। সেখানেই তিনি লালিত পালিত হন। পরে তিনি শিক্ষা অর্জনের জন্য নজদে সফর করেন। তার শিক্ষকদের মধ্যে ছিলেন শায়খ আব্দুর রহমান বিন হাসান বিন শায়খ মুহাম্মাদ বিন আব্দুল ওহাব রহ. তার বেশ কিছু কিতাব রয়েছে। এর মধ্যে ইতালুত তানদীদ বিইখতিছারে শরহি কিতাবুত তাওহীদ। তিনি ১৪০১ হিজরী সনে মৃত্যু বরণ করেন।