মুহাম্মাদ হাসান ইউসূফ: মিশরী জাতিভূক্ত। জন্ম তারিখ : ২/৪/১৯৬৬ ইং শিক্ষাগত যোগ্যতা : ইসলামিক ষ্টাডিজে ডিপ্লোমা অর্জন। কায়রো আমরিকান ইউনিভার্সিটি থেকে অনুবাদ ও লেখা বিষয়ে ডিপ্লোমা অর্জন। কায়রো বিশ্ব বিদ্যালয় থেকে অর্থনীতি ও রাষ্ট্র বিজ্ঞানে অনার্স ডিগ্রী লাভ করেন ১৯৮৭ ইং সনে।
কাসেম বিন আব্দুল জব্বার আল আন্দেজানি: মধ্য এশিয়ার তুর্কিস্তানে ফরগানার অন্তর্গত আন্দিজান শহরে জন্ম গ্রহণ করেন। নিজ দেশের আলেম-উলামাদের কাছে তিনি ইলম অর্জন শুরু করেন। এরপর ভারতে সফর করেন। সেখানে তিনি দারুল উলুম দেওবন্দের বিখ্যাত আলেমদের কাছে ইলমে দীন অর্জন করেন। এরপর আবার তুর্কীস্তানে ফিরে যান। সেখানে তিনি আলেম উলামাদের সংঘটিত করে কমুনিজমের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। এতে সফলতা অর্জন করেন। তার রয়েছে আরবী ও উজবেক ভাষায় অনেক গ্রন্থ। তিনি মসজিদে হারামেও দরস দিয়েছেন। ১৩৯৩ হিজরী সনের ১৯ মুহাররম তারিখে তিনি মদীনা মুনাওয়ারাতে ইন্তকাল করেন। বাকী গরকাদে তাকে দাফন করা হয়।