আল মুরব্বী সংস্থার একটি প্রকল্প হল, আল মুরব্বী ওয়েবসাইট। এর লক্ষ্য উদ্দেশ্য হল, আরব ইসলামী বিশ্বের অভিভাবকদের উন্নয়ন ও দিক-নির্দেশনা প্রদান। এটার যাত্রা শুরু হয় ১৪২১ হিজরী সনে। এ সাইটটি প্রথমত শায়খ মুহাম্মাদ আদ দুআইশের ব্যক্তিগত নামে শুরু হয়েছির। পরে তা ডেভেলপ করা হয়েছে। এ সাইটটিতে আছে প্রবন্ধ, অডিও, প্রশ্নোত্তর ইত্যাদি। লক্ষ্য উদ্দেশ্য: ১-ইন্টারনেট জগতে ইসলামের প্রসারে অংশ গ্রহণ। ২- পিতা-মাতাকে সন্তান লালন-পালন, শিক্ষা-দীক্ষায় দিক-নির্দেশনা প্রদান। ৩- দাওয়াতি ও তরবিয়তি সমস্যা সমাধানে অংশ গ্রহণ। ৪- যুবকদের প্রশ্ন ও সমস্যাবলীর সমাধান। ৫- লালন পালন বিষয়ে বিষয়াবলী সরবরাহ। ৬- এ বিষয়ে বিশেষজ্ঞ ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ স্থাপন। ৭- এ বিষয়ে পারস্পারিক অভিজ্ঞতা বিনিময়।