বিশ্ব বিদ্যালয়ের সাইট http://www.imamu.edu.sa বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে কিছু কথা অনেককাল আগ থেকেই বেসরকারী পর্যায়ে ইসলামী শিক্ষা সৌদী আরবে প্রচলিত ছিল। মসজিদও দীনি পরিবারকে কেন্দ্র করে এ সকল শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। শায়খ মুহাম্মাদ বিন ইবরাহীম আলে শায়খ ও তার ভাইয়েরা রিয়াদ শহরে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ক্ষেত্রে বিশাল ভুমিকা পালন করেছেন। ১৩৭০ হিজরী সনে যুবকদের মাঝে ইসলামী শিক্ষার প্রতি বিশেষ আগ্রহ লক্ষ করে বাদশা আব্দুল আযীয রহ. রিয়াদ একাডেমী প্রতিষ্ঠা করেন। এর পরিচালক নিযুক্ত হন সৌদী আরবের গ্রাণ্ড মুফতী মুহাম্মাদ বিন ইবরাহীম। পরিবর্তে কালে ধাপে ধাপে এ প্রতিষ্ঠানটি বিশ্ব বিদ্যালয়ে উন্নীত হয়।
আল মাকতাবুল ইসলামি (ইসলামি গ্রন্থাগার) প্রকাশনা ও প্রসারে নিবেদিত। সর্বাধুনিক ইসলামি লাইব্রেরী। শায়খ যুহাইর আশ শায়ীশ এটি ১৩৭০ হিজরী মোতাবেক ১৯৫০ ইং সনে দামেশ্কে প্রতিষ্ঠা করেন। অত:পর বৈরুতে প্রতিষ্ঠা করেন ১৩৮২ হি মোতাবেক ১৯৬৩ সনে। এ লাইব্রেরীর ওয়েবসাইট হল http://www.almaktab-alislami.com