রাসূলের অনুকরণ
আলোচকবৃন্দ : চৌধুরী আবুল কালাম আজাদ - ইকবাল হোছাইন মাছুম
সম্পাদনা: চৌধুরী আবুল কালাম আজাদ
বর্ণনা
আল্লাহ তালা বলেন: বল, তোমরা যদি আল্লাহকে ভালবাস, তাহলে আমার অনুসরণ কর, আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন। বল, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য কর। তারপর যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয় আল্লাহ কাফিরদেরকে ভালবাসেন না। [ সূরা আল ইমরান:৩১-৩২] অতঃপর যে ব্যক্তি আল্লাহর মহব্বতের দাবি করে অথচ রাসূলুল্লাহর আনুগত্য করে না, সে তার দাবিতে মিথ্যা। বক্ষ্যমাণ অডিওটি এ বিষয়টিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে।
- 1
MP3 20.7 MB 2019-05-02
বিষয়ভিত্তিক ক্যাটাগরি: