-
উসমান বিন সুলাইমান মুরাদ "আইটেম সংখ্যা : 1"
বর্ণনা :উসমান বিন সুলাইমান মুরাদ, জন্ম গ্রহণ করেন মালাবীতে ১৩১৬ হিজরী মোতাবেক ১৮৯৮ ইং সনে। তার মাতা-পিতা উভয়ে তুর্কী। তার পিতা সুলাইমান আফেন্দী উত্তর মালাবীর তুর্কী জাতিগোষ্ঠির নেতা ছিলেন। ছোট সময়ে আল-কুরআন হেফজ করেন। এর আল-আযহার বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হন। তিনি সেখান থেকে সবোর্চ্চ ডিগ্রী লাভ করেন। এরপর তিনি সেখানেই কুরআন ও তাজবীদের শিক্ষকতা করেন।
ইন্তেকাল : কুরআন ও কেরআতের দীর্ঘ খেদমত শেষে তিনি ৬৫ বছর বয়সে শাবান মাসের ৪ তারিখ ১৩৮২ হিজরী মোতাবেক ৪ জানুয়ারী ১৯৬৩ ইং ইন্তেকাল করেন।