-
মাহমুদ আলী আল-বান্না "আইটেম সংখ্যা : 47"
বর্ণনা :শায়খ মাহমূদ আলী আল-বান্না একজন প্রসিদ্ধ কারী, পশ্চিম মিশরে শুবাইনুল কারম গ্রামে জন্ম গ্রহণ করেন ১৯২৬ সালের ১৭ই ডিসেম্বর। শায়খ মূছা আল-মিনতাশ এর কাছে কুরআন কারীম হেফজ করেন। এগার বছর বয়সেই হেফজ সমাপন করেন। এরপর শিক্ষা অর্জনের জন্য তানতা নগরীতে যান। সেখানে শায়খ ইবরাহীম বিন সালাম আল-মালেকীর কাছে ইলম অর্জন করেন। মৃত্য বরণ করেন ৩ জিলকদ- ১৪০৪ হিজরী, ২০ জুলাই ১৯৮৫