-
সুলাইমান আন-নদভী "আইটেম সংখ্যা : 6"
বর্ণনা :সুলাইমান আন-নদভী: তিনি ভারতের বাবহার প্রদেশের দিসনা নামক স্থানে জন্ম গ্রহণ করেন। জন্ম তারিখ হল শুক্রবার সাত সফর তেরশত দুই হিজরী সনে মোতাবেক বাইশ নভেম্বর আঠারশত চুরাশি ইং সনে। বহু আলেম ও ফকীহ তার প্রশংসা করেছেন। এদের মধ্যে আছেন:
১- আশ্রাফ আলী আত থানবী, তিনি বলেন শিবলী নোমানী ও সুলাইমান নদভী যেন ইমাম ইবনে তাইমিয়া ও তার শিষ্য ইবনুল কাইয়েম এর মত।
২- আবুল হাসান আলী নদভী রহ. বলেন, সুলাইমান নদভী রহ ছিলেন আরবী ভাষা ও সাহিত্যে প্রাজ্ঞ। সাথে সাথে তাওহীদ, উলুমুল কুরআন, আকীদাশাস্ত্র, ইতিহাসে অভিজ্ঞ পণ্ডিত।
মৃত্যু : পাকিস্তানে রবিউস সানী ১৩৭৩ হিজরীতে, নভেম্বর ১৯৫৩ ইং সনে।