-
বকর হুলাইমী "আইটেম সংখ্যা : 21"
বর্ণনা :বকর হুলাইমী : তিনি মেসোডেনিয়ার প্রখ্যাত আলেমদের একজন। জর্দানী বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রীপ্রাপ্ত। মানুষকে কুরআন ও সুন্নাহর দিকে আহবানের ক্ষেত্রে তার রয়েছে বিশেষ ভূমিকা। আলবেনীয় ছাত্রদের মধ্যে তিনি শায়খ আলবানীর প্রথম সারির ছাত্র। তিনি মেসোডেনিয়ার রাজধানীতে বসবাস করেন। আল্লাহর পথে দাওয়াতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।