-
হামুদা আব্দুল আতি "আইটেম সংখ্যা : 5"
বর্ণনা :হামুদা আব্দুল আতি: ১৯২৮ সালের ১ এপ্রিল জন্ম গ্রহণ করেন। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেসান্স ডিগ্রী অর্জন করেন ১৯৫৪ সালে। এরপর ইসলামিক ষ্টাডিজে মাষ্টার্স করার জন্য তিনি ১৯৫৭ সালে মাকজীল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। কানাডার আলবার্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন ১৯৬১ থেকে ১৯৬৩ সাল পর্যন্ত।
এরপর তিনি ১৯৭১ সাল সমাজ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রী অর্জন করেন। তিনি ইংরেজী ভাষা খুব সুন্দর করে জানতেন। ইংরেজীতে অনেক প্রবন্ধ ও বই রচনা করেছেন। এরমধ্যে উল্লেখযোগ্য হল:
1-Islam in focus
2- Family structure in Islam