-
হায়দার আলী কলমদারান "আইটেম সংখ্যা : 16"
বর্ণনা :হায়দার আলী বিন ইসমাঈল কলমদারান ইরানের কোম শহরের দিযিজান গ্রামে ১৯১৩ ইং সনে জন্ম গ্রহণ করেন।
নিজ গ্রামে তিনি কুরআন শিক্ষার মাধ্যমে শিক্ষা জীবন শুরু করেন। বাল্যবাল থেকে জ্ঞান-চর্চা, ইসলামী বই পড়ার প্রতি তার জোক ছিল। যৌবনে পা দেবার আগেই তিনি কোম ও তেহরানের বিভিন্ন পত্র-পত্রিকায় লেখা আরম্ভ করেন। তিনি এসব লেখার মাধ্যমে শিয়া মতবাদ খন্ডন করতেন। আর সঠিক ইসলামী শিক্ষার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করতেন।
তিনি ১৯৮৯ ইং সনে মৃত্যু বরণ করেন।