ঘটনার শুরু, সিনেমায় কী ছিল দেখানো হয়েছে, প্রতারক বাসেলি, পৃথীবির সর্বশ্রেষ্ঠ মহামানব, পশ্চিমাদের দ্বিমুখী নীতি, বিশ্ব মানবতার প্রতি শান্তির ধর্ম ইসলাম ও মহানবীর অবিস্মরণীয় অবদান, আমেরিকার খোঁড়া যুক্তি, কেন এই ঘটনা, টার্গেট মুসলিম সংখ্যাগরিষ্ট মধ্যপ্রাচ্য, আমাদের করণীয়- এসব উপশিরোনামে সম্প্রতি ইন্টারনেটে প্রচারিত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসলামের প্রতি বিষোদগারপূর্ণ সিনেমার পূর্বাপর ঘটনা তুলে ধরা হয়েছে এবং এ ধরনের ঘটনায় আমাদের করণীয় তুলে ধরা হয়েছে।