মানুষ ভুল করে, ভুলে যায়, শয়তানের ষড়যন্ত্রের শিকার হয়ে তার পা পিছলে যায়, ফলে অন্যায় ও পাপকর্মে জড়িয়ে গিয়ে নিজেকে কলুষিত করে। তবে যদি সে তাওবা করে ফিরে আসে, কৃতকর্মের প্রতি লজ্জিত হয়, কৃত পাপকর্মে আর কখনো ফিরে যাবে না বলে অঙ্গীকার করে, আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার প্রতি দৃঢ়প্রতিজ্ঞ হয় তাহলে আল্লাহ তাআলা এতোই খুশি হন যার কোনো উদাহরণ মনুষ্য-জগৎ থেকে দেওয়া সম্ভব নয়। বক্ষ্যমাণ প্রবন্ধে এ বিষয়টির উপরই আলোকপাত করা হয়েছে।