সৎকাজের আদেশ ও অসৎকাজের নিষেধ: এ কাজটি দীনের অবশ্য করণীয় বিষয়। দীনের মৌলিক স্তম্ভবিশেষ, এর মাধ্যমে উম্মতের সদস্যগণ নিজেরা সঠিক থাকবে অপরকে সঠিক রাখবে। এর মাধ্যমে হক্ব উপরে উঠবে, বাতিল বিচূর্ণ হবে, শান্তি ও নিরাপত্তা বজায় থাকবে। তার রয়েছে শরী‘আতগত পরিচিতি, তাৎপর্য, শর্ত, আদব ও যুগান্তকারী ফলাফল। এ প্রবন্ধ সংক্ষেপে তা তুলে ধরেছে।
Follow us: