১৪৩৫ হি. মক্কার মসজিদে নামিরায় প্রদত্ত আরাফার খুতবার সংক্ষিপ্ত অনুবাদ। সৌদি আরবের গ্রান্ড মুফতি এ খুতবায় আরাফা দিবসের মর্যাদা, বিশেষত এবার ছিল তা জুমার দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন, বছরের শ্রেষ্ঠ দিন। এবং এদিন হাজীদের করণীয় এবং হজে না আসা অন্যদের করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়েছে।
Follow us: