(1) পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
(2) সকল প্রশংসা কেবল আল্লাহর জন্য, যিনি সৃষ্টিকুলের রব।
(3) (যিনি) পরম করুণাময়, অতি দয়ালু।
(4) (যিনি) বিচার দিবসের মালিক।
(5) আমরা শুধু আপনারই ‘ইবাদাত করি এবং শুধু আপনার নিকটই সাহায্য চাই।
(6) আপনি আমাদেরকে সরল পথের হিদায়াত দিন।
(7) তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন। তাদের (ইয়াহূদীর) পথ নয়, যাদের ওপর আপনার ক্রোধ- নিপতিত হয়েছে এবং যারা (খ্রিস্টান) পথভ্রষ্ট হয়ে গেছে।