(1) (কিয়ামত দিবসে) যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে,
(2) আর জমিন তার (অভ্যন্তরের মৃতদেহ ও অন্যান্য সকল) বোঝা বের করে দিবে,
(3) আর মানুষ (আশ্চর্যান্বিত হয়ে) বলবে: ‘এর কী হল?’
(4) সেদিন জমিন তার (তাতে সংঘটিত ভালো-মন্দ কাজের) বৃত্তান্ত বর্ণনা করবে,
(5) যেহেতু তোমার রব তাকে ( সেদিন এ কাজের) নির্দেশ দিবেন।
(6) সেদিন মানুষ দলে দলে (হাশরের মাঠের দিকে) বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।
(7) অতএব, কেউ অণু পরিমাণ সৎকাজ করলে তা সে দেখতে পাবে।
(8) (অনুরূপভাবে) কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে।