112 - Al-Ikhlaas ()

|

(1) (হে রাসূল! তুমি) বলো: তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

(2) আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।

(3) তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।(১)

(4) আর তাঁর সমতুল্য-সদৃশ কেউ নেই।