110 - An-Nasr ()

|

(1) (হে রাসূল!) যখন আল্লাহর সাহায্য ও (মক্কা) বিজয় আসবে,

(2) তখন তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবে।

(3) অতএব (আল্লাহর সাহায্য ও বিজয়ের নি‘আমতের শুকরিয়া স্বরূপ) তুমি তোমার রবের প্রশংসাসহ তাসবীহ পাঠ করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয় তিনি তাওবা কবুলকারী।