102 - At-Takaathur ()

|

(1) (হে মানুষ! সন্তান-সন্ততি ও সম্পদের) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে (আল্লাহর আনুগত্য থেকে) ভুলিয়ে রেখেছে।

(2) যতক্ষণ না তোমরা (মৃুত্যবরণ করে) কবরে গিয়ে পৌঁছোও।

(3) কখনো নয়, শীঘ্রই তোমরা (এ মোহাচ্ছন্নতার পরিণতি সম্পর্কে) জানবে,

(4) তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই (এর পরিণতি সম্পর্কে) জানতে পারবে।

(5) কখনো নয়, তোমরা যদি নিশ্চিত জ্ঞানে মাধ্যমে জানতে!(১)

(6) তোমরা (কিয়ামত দিবসে) অবশ্যই জাহান্নাম দেখবে;

(7) তারপর (আবারো বলছি,) তোমরা তা দেখবে নিশ্চিতভাবে নিজেদের চোখে।

(8) তারপর সেদিন অবশ্যই তোমরা (আল্লাহ প্রদত্ত) নি‘আমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।