111 - Al-Masad ()

|

(1) ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।

(2) তার ধন-সম্পদ এবং সে যা উপাৰ্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোন কাজে আসবে না।

(3) অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।

(4) আর তার স্ত্রীও (লেলিহান আগুনে প্রবেশ করবে), যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,(১)

(5) তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।(১)