(1) শপথ ঊর্ধশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,
(2) অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে প্রচণ্ড) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়,
(3) অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,
(4) ফলে সে (দৌড়ানোর সময়) ক্ষুরের আঘাতে চারিদিকে ধুলি উড়ায়,
(5) অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,
(6) নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
(7) আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।
(8) আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।(১)
(9) তবে কি সে জানে না যখন কবরে যা আছে, তা উত্থিত হবে?
(10) আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।
(11) নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।