103 - Al-Asr ()

|

(1) সময়ের শপথ,

(2) নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।

(3) তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।(১)