86 - At-Taariq ()

|

(1) শপথ আসমানের ও রাতে আগমনকারীর (নক্ষত্রের)!

(2) আর (হে রাসূল!) কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?

(3) উজ্জ্বল নক্ষত্র।

(4) প্রত্যেক জীবের ওপরই রয়েছে সংরক্ষক (ফিরিশতা)

(5) অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?

(6) তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি (বীর্য) থেকে।

(7) যা নির্গত হয় (পুরুষের) মেরুদন্ড ও (নারীর) বুকের হাঁড়ের মধ্য থেকে।

(8) নিশ্চয় তিনি তাকে (মৃত্যুর পর পূর্বের অবস্থায়) ফিরিয়ে আনতে সক্ষম।

(9) যেদিন (তার) গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।

(10) তখন (আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে) তার কোন শক্তি এবং সাহায্যকারীও থাকবে না।

(11) বৃষ্টি বর্ষণশীল আসমানের শপথ!

(12) এবং শপথ জমিনের যা বিদীর্ণ হয়!(১)

(13) নিশ্চয় এ আল-কুরআন (হক ও বাতিলের মধ্যে) ফয়সালাকারী।

(14) আর এটি কোন তামাশা নয়।(১)

(15) নিশ্চয় তারা (মিথ্যারোপকারীরা) ভীষণ চক্রান্ত করছে।

(16) আর আমিও (আমার দ্বীনকে বিজয়ী এবং বাতিলকে প্রতিহত করতে) ভীষণ কৌশল অবলম্বন করছি।

(17) অতএব (হে রাসূল! তুমি সে কৌশল দেখার জন্যে) কাফিরদেরকে অবকাশ দাও, তাদেরকে কিছু সময়ের অবকাশ দাও।(১)