113 - Al-Falaq ()

|

(1) (হে রাসূল!) বলো: ‘আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে,(১)

(2) (আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

(3) আর (আমি আশ্রয় চাচ্ছি) রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

(4) আর (আমি আরও আশ্রয় চাচ্ছি) গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,

(5) এবং (আশ্রয় চাচ্ছি) হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’