(1) (প্রচণ্ড শক্তিতে মানুষের অন্তরকে করাঘাতকারী) মহাভীতিপ্রদ শব্দ!
(2) সে মহাভীতিপ্রদ শব্দ কী?
(3) (হে রাসূল!) তোমাকে কীসে জানাবে মহা ভীতিপ্রদ শব্দটা (ময়াপ্রলয়-তা) কী?
(4) সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।
(5) আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।
(6) অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,
(7) সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।
(8) আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,
(9) তার আবাস হবে ’হাবিয়াহ’।
(10) আর (হে রাসূল!) তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?
(11) প্রজ্বলিত আগুন।