(1) শপথ আলোকোজ্জ্বল দিনের,
(2) শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।
(3) (হে রাসূল!) তোমার রব (ওহী বিরতির মাধ্যমে) তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।
(4) আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।(১)
(5) আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
(6) তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।
(7) আর তিনি তোমাকে পেয়েছেন (ঈমান ও কিতাব সম্পর্কে) অনভিজ্ঞ (পথহারা) অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।
(8) তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।
(9) সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
(10) আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিওনা।
(11) আর তোমার রবের অনুগ্রহ তুমি (অন্যদের নিকট) বর্ণনা করো।