106 - Quraish ()
|
(1) কুরায়শের অভ্যস্ততা ও আসক্তির কারণে,
(2) শীতকালে ও গ্রীষ্মকালে তারা (বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামেন ও সিরিয়া) ভ্রমণে অভ্যস্ত হওয়ায়,
(3) অতএব তারা যেন এ (কা‘বা) গৃহের রবের ‘ইবাদাত করে,
(4) যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।