(1) নিশ্চয় আমি আল-কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’।
(2) আর তোমাকে কীসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?
(3) ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
(4) সে রাতে ফিরিশতারা ও রূহ (জিবরীল) তাদের রবের অনুমতিক্রমে (আগামী বৎসরের জন্য) সকল সিদ্ধান্ত নিয়ে (জমিনে) অবতরণ করে।
(5) শান্তিময় সেই রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত (অব্যাহত) থাকে।