91 - Ash-Shams ()

|

(1) শপথ সূর্যের ও তার আলোর।

(2) শপথ চাঁদের, যখন তা সূর্যাস্ত হওয়ার পর আবির্ভূত হয়।

(3) শপথ দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে।

(4) শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।

(5) শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন।

(6) শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।

(7) শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্তভাবে গঠন করেছেন।

(8) অতঃপর তিনি তাতে তার (বর্জনীয়) পাপসমূহ ও তার (করণীয়) সৎকর্মের মানসিকতা ঢেলে দিলেন।

(9) নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।

(10) এবং সে ব্যর্থ হয়েছে, যে তাকে (নফসকে) কলুষিত করেছে।

(11) সামূদ জাতি আপন অবাধ্যতাবশত (নিজেদের নবী সালিহকে) মিথ্যারোপ করেছিল।

(12) যখন তাদের মধ্যকার সর্বাধিক হতভাগা লোকটি তৎপর হয়ে উঠল।

(13) তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলেছিল: ‘আল্লাহর উষ্ট্রী ও তার পানি পান করার পালা সম্পর্কে সাবধান হও।’

(14) কিন্তু তারা তাকে (সালিহকে) মিথ্যা প্রতিপন্ন করলো এবং উষ্ট্রীকে যবহ করলো। ফলে তাদের রব তাদের অপরাধের কারণে তাদেরকে সমূলে (বিকট আওয়াজ দিয়ে) ধ্বংস করে দিলেন। অতঃপর তিনি সবাইকে (শাস্তি দানে) সমান বলে পরিগণিত করলেন।

(15) আর আল্লাহ এর পরিণামকে ভয় করেন না।(১)