(1) (হে রাসূল!) বলো: ‘আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে,
(2) (আশ্রয় চাই) মানুষের অধিপতির কাছে,
(3) (আশ্রয় চাই) মানুষের ইলাহ’র (সত্য উপাস্যের) কাছে,
(4) (আরও আশ্রয় চাই) কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে (কুমন্ত্রণা দিয়ে) দ্রুত আত্ম গোপন করে।
(5) যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
(6) (মানুষের অন্তরে সেই কুমন্ত্রণাদাতা শয়তান হতে পারে) জিনদের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে।