90 - Al-Balad ()

|

(1) আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।

(2) আর (হে রাসূল!) তোমার জন্যে এই নগরীতে (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা) হালাল।(১)

(3) শপথ জনকের (মানবকুলের পিতা আদমের) এবং যা সে জন্ম দেয় (আদম সন্তানের)

(4) নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি (দুনিয়াতে) কষ্ট ও পরিশ্রম করার জন্যে।

(5) সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার ওপর ক্ষমতাবান হবে না?

(6) সে বলে: ‘আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।’

(7) সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?(১)

(8) আমি কি তার জন্য দু’টি চোখ (দেখার জন্য) বানাইনি?

(9) আর একটি জিহবা ও দু’টি ঠোঁট (দেইনি)?

(10) আর আমি কি তাকে (কল্যাণ ও অকল্যাণের) দু’টি পথ প্রদর্শন করিনি?

(11) তবে সে দুর্গম গিরিপথটি অতিক্রম করতে সচেষ্ট হয়নি।

(12) আর কীসে তোমাকে জানাবে, দুর্গম গিরিপথটি কী?

(13) তা হচ্ছে, দাস মুক্তকরণ।

(14) অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান করা।

(15) ইয়াতীম আত্মীয়-স্বজনকে (আহার পৌঁছানো),

(16) অথবা ধূলি-মলিন মিসকীনকে (কিছু দান করা)

(17) অতঃপর সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় ,যারা ঈমান এনেছে এবং পরস্পরকে ধৈর্যধারণের উপদেশ দিয়েছে , আর পরস্পরকে দয়া-অনুগ্রহের উপদেশ দিয়েছে ।

(18) তারাই সৌভাগ্যবান (ডানপন্থী)

(19) আর যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে, তারাই হতভাগা (বামপন্থী)

(20) (কিয়ামত দিবসে) তাদের ওপর ছেয়ে থাকবে অবরুদ্ধ আগুন।