(1) দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দা করে,
(2) যে (কাঁড়ি কাঁড়ি ) সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।
(3) সে মনে করে তার সম্পদ তাকে (দুনিয়াতে) চিরস্থায়ী করবে।
(4) (সে যেমনটি ধারণা করেছে বিষয়টি) কখনো এমন নয়; অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ‘হুতামা’য়।
(5) আর (হে রাসূল!) কিসে তোমাকে জানাবে ‘হুতামা’ কী?
(6) এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।
(7) যা (মানুষের শরীর ভেদ করে) হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।
(8) নিশ্চয় এটি শাস্তিপ্রাপ্তদেরকে আবদ্ধ করে রাখবে,
(9) দীর্ঘ খুঁটিসমূহে।(১)