(1) তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসের প্রতিদানকে অস্বীকার করে?
(2) সে তো ওই ব্যক্তি, যে ইয়াতীমকে (গলা ধাক্কা দিয়ে) রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
(3) আর সে মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করে না।
(4) অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
(5) যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন,
(6) যারা লোক দেখানোর জন্য তা করে,(১)
(7) এবং (মানুষদেরকে নিত্য ব্যবহারিক) ছোট-খাট গৃহসামগ্রী প্ৰদান করতে বিরত থাকে।