(1) শপথ ‘তীন (ডুমুর) ও যায়তূন (জলপাই) ’ এর।
(2) শপথ ‘সিনাই’ পর্বতের,
(3) শপথ এই নিরাপদ নগরীর (মক্কার)।
(4) অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
(5) তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।(১)
(6) তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার (জান্নাত)।
(7) সুতরাং (হে মানুষ! এত নিদর্শনাবলি প্রত্যক্ষ করার পরে) এরপরও কীসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?
(8) আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন?