(1) (হে রাসূল!) তুমি কি লক্ষ্য করে দেখনি, তোমার রব (আবরাহার) হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
(2) তিনি কি তাদের (কা‘বা ঘর ধ্বংসের) ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?
(3) আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে (আবাবীল) পাখি প্রেরণ করেছিলেন।
(4) যেগুলো তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর।
(5) ফলে তিনি তাদেরকে (জন্তু জানোয়ারের) ভক্ষিত তৃণলতার মতো (ধ্বংস) করে দিলেন।